আত্রাইয়ে ঈদযাত্রায় নিরাপত্তায় ছাত্রদলের সচেতনতামূলক কার্যক্রম

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত ও ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলার প্রধান প্রধান সড়কসহ ব্যস্ততম এলাকাগুলোতে এই প্রচারণা চালানো হয়। দীর্ঘদিন ধরে গতিরোধকের চিহ্ন মুছে যাওয়ায় অনেক সময় পথচারী ও চালকেরা তা দেখতে পান না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ অবস্থায় ছাত্রদল নিজ উদ্যোগে এই সচেতনতামূলক কার্যক্রম শুরু করে।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন লোটাসের পরিকল্পনায় এই কার্যক্রমের নেতৃত্বে ছিলেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক এসএম শাহরিয়া সৌরভ, গোলাম মর্তুজা, পলাশ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজিবসহ উপজেলার আটটি ইউনিয়নের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এসএম মনোয়ার হোসেন লোটাস বলেন, ‘আমরা চাই ঈদযাত্রা নিরাপদ হোক। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র গতিরোধক স্পষ্ট না থাকার কারণে। তাই মানবিক দিক বিবেচনা করে আমাদের এই উদ্যোগ।’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন বলেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।’
পথচারীরা বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ঈদের সময় সড়কে চাপ বেড়ে যায়, দুর্ঘটনাও বেশি হয়। এ ধরনের সচেতনামূলক কার্যক্রম দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
What's Your Reaction?






