আত্রাইয়ে উপজেলা পরিষদের ফলাফল প্রত্যাখান ও পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল প্রত্যাখ্যান করেছেন অপর প্রার্থীরা। নির্বাচনী ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন তারা। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাছ আলীর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ মে আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ শুধু মাত্র কালো টাকার জোরে নির্বাচন কমিশনের নির্বাচনী আইন উপেক্ষা করে সাধারণ নিরীহ ভোটারদের চরিত্র হনন করে আইনি ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বাচন চলাকালীন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে জাতপাড়া ঈদগাহ মাঠে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা, কয়সা গ্রামে ২ হাজার ইট ও ২ লাখ টাকা, জালুপৌঁতা মন্দিরে ১ লাখ ৫০ হাজার টাকা, পাইকড়া মন্দিরে ১ লাখ ৫০ হাজার টাকা, নগেন্দ্রনগর ঈদগাহ মাঠে ৫ হাজার ইট ও ২ লাখ টাকা এবং মাধাইমুড়ি মসজিদ মাদ্রাসার জন্য ৫৫ হাজার টাকাসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে কালো টাকা দিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। কালো টাকার এ নির্বাচন বাতিল করে তারা পুন:নির্বাচনের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানি পলাশ, আলমগীর হোসেন বাবর, মমতাজ বেগম, সনৎ কুমার প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আফছার আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব প্রমুখ।
What's Your Reaction?