আত্রাইয়ে উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম (রেজু)।
প্রধান অতিথির বক্তব্যে এসএম রেজাউল ইসলাম বলেন, "আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাব। এই ইফতার মাহফিল আমাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।"
তিনি আরও বলেন, "বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। এই অবস্থায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা শুধু রাজনৈতিক দলের কর্মী নই, আমরা দেশের নাগরিক। তাই উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।"
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজনৈতিক ঐক্য ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. আনোয়ার হোসেন তরফদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, রানীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এচাহাক আলী, সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?






