আত্রাইয়ে এক রাতে ৫ টি খড়ের পালায় আগুন আতংকে এলাকাবাসী
নওগাঁর আত্রাইয়ে এক রাতে ৫ টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাদের দেয়া আগুনে কুষকের খড়ের পালাগুলা পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামে।
জানা যায়, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি গ্রুপের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে সুদরানা গ্রামের হবিবর মাস্টারের একটি, রায়হানের একটি, বেলাল হোসেনের একটি, সেলিমের একটি ও টিপুর একটি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পালাগুলোতে এক সাথে আগুন দেখে গ্রামবাসীর মাঝে আতংকের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন,গ্রাম্য কোন্দলের জের ধরে এ ধরণের ঘটনা ঘটেছে। একটি পক্ষ এ ঘটনাকে পুঁজি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম বলেন, এ ব্যাপার থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?