আত্রাইয়ে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯ টায় বিয়াম ল্যাবটেরিয়াম স্কুল এ্যান্ড কলেজে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী।
ডাঃ রোকসানা হ্যাপী বলেন,জরায়ুমুখে ক্যান্সারের প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষীত, প্রতিরোধ ও কার্য়কর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
তিনি আরও বলেন,১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
আত্রাইয়ে ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্রে ও ১৯২ টি কমিউনিটি সাবব্লকের টিকাদান কেন্দ্রে এ টিকা গুলো প্রদান করা হচ্ছে।
এইসব কেন্দ্র থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী-৯ম শ্রেণী পর্যন্ত মোট ৮৩৯৫ জনকে ও কমিউনিটি/সাবব্লকের (১০-১৪ বছর) কিশোরীর সংখ্যা ১০৫০ জনকে টিকা দেওয়া হবে।
What's Your Reaction?