আত্রাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আফজাল হোসেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ।
প্রস্তুতি সভা শেষে উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভাও অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






