আত্রাইয়ে চোরাই অটো চার্জার ভ্যানসহ গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাই থানার পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার এলাকা থেকে তিনজন ভ্যান চোরকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে চোরাই দুটি অটো চার্জার ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার আত্রাই উপজেলার মহাদিঘী গ্রাম থেকে দুটি অটো চার্জার ভ্যান চুরি হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতেই পুলিশ সান্তাহার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি যাওয়া ভ্যান দুটি উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার সান্তাহার উথরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর, সান্তাহার চকসাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে নান্টু দেওয়ান এবং নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।"
What's Your Reaction?






