আত্রাইয়ে চোরাই গরুসহ আটক ১, উদ্ধার ১৩টি গরু

নওগাঁর আত্রাইয়ে চোরাই ১৩টি গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তি দিঘিরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে ছোটন প্রামানিক (২৭)। তার বিরুদ্ধে চুরির মামলা রুজু করে রবিবার (২৩ মার্চ) নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি সাহাবুদ্দিন জানান, ছোটনের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম-এর দিকনির্দেশনায় বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে আবুল হোসেন সাহ্-এর ছেলে আব্দুল গফুর সাহ্ (৪০)-এর বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গফুর পালিয়ে যান।
গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে হারানো গরুর মালিকরা থানায় ভিড় জমাতে থাকেন। স্থানীয় গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চোরচক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






