আত্রাইয়ে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ, প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতিক না রেখে উন্মুক্ত করে দেওয়ায় নেই কোন দলীয় প্রভাব।
আসন্ন যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার পরেই পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে বিরামহীন প্রচার প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা যাচ্ছে উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারমান প্রার্থীদের।
ভোটারদের মন জয় করতে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী প্রার্থীরা। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র ১২ দিন। তাই প্রচার-প্রচাপায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা আত্রাই উপজেলার ভোটারদের।
প্রচার প্রচারণায় প্রার্থীরা বলছেন,আগামী ২৯ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এবারে আত্রাই এ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপি'র ১ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনি মাঠে লড়ছেন।
তারা হলেন,বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী প্রামানিক, সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবর,
বিশিষ্ঠ আইন জীবি সনৎ কুমার প্রামাণিক, মো.মোহাতাব উদ্দিন ও আত্রাই থনা যুবদলের সদ্য বহিষ্কৃত নেতা শেখ মো. একরামুল বারী রন্জু।
তবে এবারে আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩-৪ জনের মধ্যেই ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিরতিহীন প্রচার প্রচারণায় সময় পার করছেন প্রার্থীরা। সকাল সন্ধ্যা বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রতি।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন ৩ জন প্রার্থী।
তারা হলেন,বর্তমান আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.আফছার প্রামাণিক ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রাজ্জাক মণ্ডল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন,আত্রাই উপজেলা যুব-মহিলা
লীগের সাধারণ সম্পাদিকা
মোছা মিতু বানু, নওগাঁ জেলা পরিষদের সাবেক সদস্য মোছা,ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী, আত্রাই উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা.শামছুন নাহার, রওশন আরা পারভীন। উল্লেখ্য আত্রাই এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯মে।
What's Your Reaction?