আত্রাইয়ে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 1, 2025 - 17:37
 0  12
আত্রাইয়ে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোডাউন করেছেন। মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল ৯টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে উপজেলার আটটি ইউনিয়ন প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।

শোডাউনের শুরুতে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম। তিনি বলেন, "কেন্দ্রের নির্দেশনা অনুসারে আজ আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছি।" এ সময় তিনি জুলাই-আগস্ট মাসে আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া করেন।

আত্রাইয়ের প্রয়াত দুই শহীদ শাকিল আনোয়ার ও শেখ ফাহামিন জাফরকে স্মরণ করে তিনি বলেন, "তাঁদের আত্মদানের বিনিময়ে আগামীতে আমাদের বিজয় আসবে।" একই সঙ্গে তিনি আফগানিস্তান ও ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে সেখানকার ইহুদি আগ্রাসনের তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, "জনগণ এখন সচেতন। এ দেশে আর নৈরাজ্য হতে দেওয়া যাবে না। মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের সক্রিয় হতে হবে।" পাশাপাশি তিনি বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একটি মানবিক রাষ্ট্র চায়। তাই কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন এবং সম্মানের সর্বোচ্চ স্থানে আসীন করেন।"

শোডাউনে জামায়াতের উপজেলা আমির আসাদুল্লাহ আল গালীব, নায়েবে আমির ওসমান গনি, সেক্রেটারি তোজাম্মেল হকসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শোডাউনের সময় উপজেলার বান্দাইখাড়া ও সমসপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভাও অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow