আত্রাইয়ে জাল টাকাসহ যুবক আটক

নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় একটি ফলের দোকানে আপেল কেনার সময় জাল টাকা ব্যবহারের অভিযোগে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, মিনহাজুল ইসলাম একটি আপেল কেনার জন্য দোকানদারকে এক হাজার টাকার নোট দেন। সন্দেহ হলে দোকানদার সেটি পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন এবং স্থানীয়দের জানান। উপস্থিত লোকজন মিনহাজুলের শরীর তল্লাশি করে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই আত্রাই থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরদিন (বুধবার) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই ইউনুস আলী।
What's Your Reaction?






