আত্রাইয়ে তরুণ একতা ক্লাবের উদ্যোগে কোরআন শরীর বিতরণ 

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি
Jan 31, 2025 - 18:23
 0  3
আত্রাইয়ে তরুণ একতা ক্লাবের উদ্যোগে কোরআন শরীর বিতরণ 

নওগাঁর আত্রাইয়ে চকশিমলা তরুণ একতা ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার অত্র ক্লাব কতৃর্ক পরিচালিত চকবাজার

 মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা পাঠ-শালায় চকবাজার মসজিদে ১৭ জন শিক্ষার্থীকে এক যোগে কোরআনে সবক ও তাদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। 

শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চকশিমলা তরুণ একতা ক্লাবের সদস্য মিঠন প্রামানিক, মাহাবুর আলম, শাহিন,নাজির,মাসুদ,ইউপি সদস্য মোঃ আজিজার রহমান,

চকশিমলা ২ নং ওয়ার্ড জামাত ইসলামী সভাপতি মোঃ হযরত আলী মন্ডল,সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, চকশিমলা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি

মোঃ শহিদুল ইসলাম মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমেদালী কবিরাজ, শাহাদাত হোসেন,আবুল কালাম আজাদ,আঃ সামাদ মোল্লা,তাজেল,আব্দুল জব্বার মৃধা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow