আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 22, 2025 - 15:52
 0  15
আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ

নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে দ্রুতগতিতে এগিয়ে চলেছে গভীর আরসিসি ড্রেন নির্মাণকাজ। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে মেসার্স সুজা ট্রেডার্স নির্মাণকাজটি বাস্তবায়ন করছে।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রকৌশল বিভাগের তথ্যমতে, বাজার ও আশপাশের মহল্লার ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফলে বাজার ও মহল্লাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি জনস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা পুরোদমে ড্রেন নির্মাণে ব্যস্ত। বাজারের ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দারা জানান, কাজটি শেষ হলে দূষিত পানি ও আবর্জনা দ্রুত নিস্কাশনের সুযোগ তৈরি হবে। ফলে এলাকা হবে পরিচ্ছন্ন এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

উপজেলা প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী, হাটবাজারের রাজস্ব খাত থেকে অর্থায়িত এই প্রকল্পে ৭৫ মিটার দৈর্ঘ্যের গভীর আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মোট বরাদ্দ ৭ লাখ ৪২ হাজার ১৪ টাকা এবং চলতি অর্থবছরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, “এর আগে এখানে ইটের ড্রেন নির্মাণ করা হয়েছিল, যা দ্রুত ভেঙে যেত। এবার আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।”

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, “ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই অংশ হিসেবে সাহেবগঞ্জ বাজারে গভীর ড্রেন নির্মাণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন জানান, “প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ড্রেন নির্মাণকাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। এটি শেষ হলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow