আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Feb 20, 2025 - 19:51
 0  3
আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

তিনি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ গড়নের মানবিকতায় গড়ে তুলতে হবে। বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেয়। ফলে তাদের চিন্তা, মনন, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বস্তুনিষ্ঠ সুমধুর বক্তা হিসাবে খ্যাতি অর্জনের পথ সুগম হয়।

প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসাবে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় “ছাত্র-ছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করা না গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভবপর নয়” মর্মে বিষয় নির্ধারণ করা হয়। এতে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে পক্ষে- বিপক্ষে তাদের বক্তব্য ও যুক্তি তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow