আত্রাইয়ে দোকান ঘরের লাইসেন্স নবায়নের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে বুধবার(১লা জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়া হাটের দোকান ঘরের লাইসেন্স নবায়নের আবেদন নিষ্পত্তিকরণ বিষয়ে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
তিনি বলেন,ভূমি সেবা সহজীকরণের জন্য জনগণের দোরগোড়ায় ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যেই উপজেলা ভূমি অফিসের এই উদ্যোগ।
তিনি আরও বলেন,জনবান্ধব হয়রানি মুক্ত ভূমি সেবা সকল হাট বাজারের ব্যবসায়ীর নিকট নিশ্চিত করাই হল আজকের এই
ক্যাম্পেইনের মূল লক্ষ্য।উপজেলা প্রশাসন নাগরিকের সকল নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,
উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মোঃ রুবেল হোসেন,নাজির কাম- ক্যাশিয়ার আফরিন জাহান,মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মোঃ নাহিদ হাসান,
উপজেলা সার্ভেয়ার মোঃ ইয়াকুব আলী, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুফল চন্দ্র সরকার,বান্দাইখাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আসলাম হোসেন সজল প্রমুখ।
What's Your Reaction?