আত্রাইয়ে পরাজিত এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট পুনরায়  গণনার দাবিতে সংবাদ সম্মেলন

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
May 31, 2024 - 13:06
 0  6
আত্রাইয়ে পরাজিত এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট পুনরায়  গণনার দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁর আত্রাইয়ে গত ২৯ মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদদ্বিতাকারী প্রার্থী মো: আফছার প্রামাণিক শুক্রবার (৩১মে) উপজেলা সদরে তাঁর ব্যক্তিগত চেম্বারে এক সংবাদ সম্মেলন করেছেন। এই সম্মেলন তিনি লিখিত বক্তব্য প্রদান করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বেশ কয়েকটি কেদ্র অনিয়ম ও চক্রান্তকরে তাঁকে পরাজিত করা হয়েছে। ছয়টি ভোট কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোট গণনার ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। এই কেন্দ্রগুলার নম্বর হলো: ১৮, ১৯, ২০, ২১, ২৩ ও ২৪। মোট প্রদত্ত ভোটের সংখ্যা শতকরা হারের মধ্যে গরমিল রয়েছ। এ ছাড়াও তাঁর সকল বাতিলকৃত ভোটগুলা যাচাই-বাছাই করে পুনরায় আবারও ভোট গণনার জন্য তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানান। এ অভিযোগগুলা লিখিত ভাবে গত ৩০ মে ২০২৪ আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সঞ্চিতা বিশ্বাসের নিকট দিয়েছেন বলে তিনি সংবাদ সম্মেলনে জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এম এ রতন.স্বপন কুমার প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow