আত্রাইয়ে পলিথিন ব্যবহার বন্ধে অভিযান
নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে জনসাধারণকে সম্পৃক্ত করে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
তিনি বলেন,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ধারা ৬ (ক) ও ধারা ১৫ অনুযায়ী ১টি মামলায় ০১ জনকে ৫০০ শত টাকা অর্থদণ্ড এবং ১ কেজি ৪০০ গ্রাম পলিথিন জব্দ করা হয়েছে। এসময়ে পরিবেশ আইনটির সংশ্লিষ্ট ধারাসমূহ অভিযুক্ত ব্যক্তি ও উপস্থিত জনসাধারণকে জানানোর মাধ্যমে সচেতন করা হয়।এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের এ এসআই মোঃ বেলাল হোসেন প্রমুখ।
What's Your Reaction?