আত্রাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 9, 2025 - 21:52
 0  80
আত্রাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে পুকুরে ডুবে খাদিজা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে খাদিজা। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন বলেন, “এ ব্যাপারে আমাদের কেউ জানায়নি। তবে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ছোট শিশুদের নিয়ে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকা প্রয়োজন।”

পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা দেশের বিভিন্ন এলাকায় বারবার ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের পানির ধারে একা যেতে না দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow