আত্রাইয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Jun 19, 2024 - 17:29
 0  34
আত্রাইয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
আত্রাইয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা

দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই-বন্ধু,কী খবর বল?এমন কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় নওগাঁর আত্রাই উপজেলার ১১৪ বছর বয়সি ঐতিহাসিক ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে প্রথম পুনর্মিলনী-২০২৪। 

বন্ধুদের সঙ্গে চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয় জীবনের মজার স্মৃতির কথায়। নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল বিদ্যালয় চত্তর। ঈদুল আজহার পরের দিন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এ অনুষ্ঠান। ''এসো স্মৃতির প্রাঙ্গনে মিলি প্রীতির বন্ধনে’ এ স্লোগান সামনে রেখে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠান সকাল ৮ টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় জাতীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এ্যাড: ওমর ফারুক সুমন এমপি।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. রায়হানুল ইসলাম তিতু। স্কুলের প্রাক্তন ছাত্র ডিএস জাহিদের উপস্থাপনায় পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের ফাঁকে ফাঁকে আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। 

প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় ও স্মৃতিচারণা অনুষ্ঠানে বিভিন্ন বছরের শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। ভবানীপুর জিএস উচ্চবিদ্যালয় এক্স- স্টুডেন্টস এসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬  আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দীন আহম্মেদ, সাবেক সহকারী শিক্ষক মাওলানা জালাল উদ্দীন, বর্তমান প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ভবানীপুর পিএস ল্যাবরেটরিস কিন্ডারগার্টেনে অধ্যক্ষ অভিজিৎ চৌধুরী, এসোসিয়েশনের প্রধান সমন্নয়ক মো.নজরুল ইসলাম ফরিদ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কুষ্টিয়া জেলার সহকারী জেলা প্রশাসক মিজানুর রহমান চঞ্চল, রাজশাহী সওজ বিভাগের উপ-পরিচালক মান্নাফ ও এসোসিয়েশন সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল বৈচিত্র্যময়। চা-নাস্তা আর দুপুরের খাবার ছিল উল্লেখযোগ্য। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এ্যাড: ওমর ফারুক সুমন এমপিসহ স্থানীয় শিল্পীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow