আত্রাইয়ে প্রতিপক্ষের হাতুড়ি পিটুনিতে এক ব্যক্তি নিহত

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি
Jan 22, 2025 - 22:29
 0  2
আত্রাইয়ে প্রতিপক্ষের হাতুড়ি পিটুনিতে এক ব্যক্তি নিহত

নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হাতুড়ি পিটুনিতে আবু বক্কর (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবু বক্কর উপজেলার মালিপুকুর গ্রামের মোবারক মন্ডলের ছেলে।

জানা যায়,গত সোমবার আবু বক্কর ওই গ্রামের জনৈক ব্যাক্তির জমিতে নোরো ধান রোপন করছিলেন। এ সময় একই গ্রামের ফরিদ (৩৫) তাকে বলেন তোমার ধান লাগানো ভাল হচ্ছেনা। বিষয়টি আমি জমির মালিককে বলে দেব।

সোমবার সন্ধ্যায় মালিপুকুর গ্রাম সংলগ্ন বাজারে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায় ফরিদ তার লোকজনসহ আবু বক্করের উপর হামলা করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অনস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। 

এ ঘটনায় নিহতের মা জমিলা বিবি বাদি হয়ে ফরিদসহ ৩ জনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow