আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে তরুণীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। হিন্দু ধর্মাবলম্বী এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার খনজোর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম তানিয়া সুলতানা রিতু (১৯)। তিনি খনজোর গ্রামের রফিকুল ভান্ডারির মেয়ে এবং স্থানীয় একটি কলেজের ছাত্রী। অভিযোগ উঠেছে, ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমার (৩৫) নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মোহন্ত পেশায় একজন শিক্ষক, তিনি রিতুকে প্রাইভেট পড়াতেন। এ সূত্র ধরেই তিন বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মোহন্ত কুমার অন্যত্র বিয়ে করেন। এতে রিতু মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে মোহন্ত তাতে রাজি না হওয়ায় রিতু ক্ষোভে-দুঃখে আত্মহননের পথ বেছে নেন।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিতুর বাবা রফিকুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মোহন্ত কুমারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠিয়েছে। রিতুর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






