আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 14, 2025 - 20:22
 0  6
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সারে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি জমকালো র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালীতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন।

তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, "বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন,
কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম. কামরুজ্জামান, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. অফিজ উদ্দিন মীর,

আত্রাই থানা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তোজাম্মেল হক, ইউপি নির্বাচন মো. আফজাল হোসেন, মো. খবিরুল ইসলাম, মো. নাজিমুদ্দিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু,

সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক, সাবেক ছাত্র প্রতিনিধি মো. তারেক আহমেদ সম্রাট, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার প্রমুখ।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পরে লিখিয়ে সাহিত্য পরিষদের ব্যানারে স্বাধীনতার রক্ত দূষণ ও স্বাধীনতার স্বপ্ন কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবিতার আসর অনুষ্ঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow