আত্রাইয়ে বাধার মুখে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর পথসভা পন্ড

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Sep 9, 2024 - 21:05
 0  40
আত্রাইয়ে বাধার মুখে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীর পথসভা পন্ড

নওগাঁর আত্রাইয়ে যুবদল ও ছাত্র দলের বাধার মুখে বিএনপির সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির পূর্ব ঘোষিত পথসভা করতে পারেননি। 

সাবেক এ প্রতিমন্ত্রী বিএনপির নামে সোমবার বিকেল ৪ টায় আত্রাইয়ের স্টেশন সংলগ্ন আমচত্বরে একটি পথসভা করবেন বলে এলাকায় মাইকিং করা হয়। 

এদিকে একই সময় একই স্থানে পথসভার ঘোষণা দেয় আত্রাই উপজেলা যুবদল ও ছাত্র দল। বিকেল ৩ টা থেকেই আমচত্বরসহ আশপাশ এলাকায় অবস্থান নেন আত্রাই থানা যুবদল ছাত্রদলসহ বিএনপির নেতা কর্মীরা। 

এ সময় সেখানে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ জলিল চকলেট,বিএনপি নেতা তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, যুবদল নেতা আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবাল,ছাত্রদল নেতা শাকিল হোসেন, সাব্বির আহম্মদ আদর, শাহরিয়ার সৌরভ  প্রমুখ।

এদিকে বিকেল ৫ টার পর বেশ কিছু লোক মোটরসাইকেল নিয়ে আলমগীর কবিরের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় প্রবেশের চেষ্টা করলে বাধার সম্মুখিন হয়। এ সময় ৪/৫ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow