আত্রাইয়ে বেদে ও কুলি সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
নওগাঁর আত্রাইয়ে শীতার্ত বেদে ও কুলি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আত্রাই উপজেলা পরিষদ মাঠে দেড় শতাধীক বেদে ও কুলি সম্প্রদায়ের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন।
এসময় মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন, ভৌপাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন, বিশা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান (তোফা), আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?