আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি
Feb 11, 2025 - 18:14
 0  4
আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আত্রাই অডিটোরিয়ামে দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি ব্র্যাক ওয়াশ কর্মসূচি কার্যক্রমের ভুয়সী প্রসংশা করে শ্রেণি কক্ষের দেয়ালে “সকালে ডিম বিকালে দুধ খেলে, ছেলে-মেয়েরা হবে রাষ্ট্রদুত লিখা এবং ছাত্রীদের কক্ষে চেঞ্জিং ব্যবস্থা রাখার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক ওয়াশ কর্মসূচির বিস্তারিত বিবরণী তুলে ধরেন নওগাঁ জেলা ম্যানেজার সাজ্জাদ হোসেন। উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুজিত কুমার মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে টেকনিক্যাল অফিসার রাশেদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মাহবুবা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়া উদ্দিন আহম্মেদ, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য অফিসার এসএম রায়হান হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক হামিদুর রহমান বিপ্লব, বেলাল উদ্দিন সাহ, আজিমুদ্দিন সরদার, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow