আত্রাইয়ে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপী।
এ সময় উপজেলা মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক দিনের এই ক্যাম্পেইনে উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৩৮৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৩০১ জন এবং ১ থেকে ৫ বছর বয়সী ২৪ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
What's Your Reaction?






