আত্রাইয়ে ভ্যান ও মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি
Jan 1, 2025 - 16:49
 0  2
আত্রাইয়ে ভ্যান ও মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

নওগাঁর আত্রাইয়ে একজন ভ্যান চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ভ্যান চোর নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে রণি (২১) বলে জানা গেছে।

জানা যায়,গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লীরা নামাজ আদায় করছিলেন। এমন সময় মসজিদের সামনে রাখা একটি ভ্যানের তালা ভেঙে সে ভ্যানটি চুরি করার চেষ্টা করে। 

এমন সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। এমন সময় বিপুল সংখ্যক জনগণ সেখানে উপস্থিত হলে তাকে মসজিদের বারান্দায় নিয়ে গ্রীলের দরওয়া বন্ধ করে দেয়। 

সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিমত সে ভ্যান ও মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য। 

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন,বুধবার আটককৃত চোর রণিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow