আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও আত্রাই উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ১০ টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ ওমর ফারুক সুমন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ওহিদুর রহমান, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,ভাইস- চেয়ারময়ান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীনসহ মুক্তি যোদ্ধাগণ, বিভিন্ন স্কুল কলেজের প্রধান,বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রমুখ।
What's Your Reaction?