আত্রাইয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মেধা বিকাশে মায়েদের ভূমিকা শীর্ষক এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের মা সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন সরদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। তিনি বলেন,সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদের অনেক ভূমিকা রয়েছে।
বিশেষ করে সন্তানকে মাদকমুক্ত রেখে পড়ার টেবিলে বসায় অভ্যস্ত করতে মায়েদেরই বেশি দায়িত্ব পালন করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নিরেন কুমার সরকার,সহকারী শিক্ষক আব্দুল আলীম,আসাদুজ্জামান চৌধুরী, ফজিলাতুননেছা, শুকতারা পারভিন,মর্জিনা খাতুন প্রমুখ।
What's Your Reaction?