আত্রাইয়ে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রতিনিধির আয়োজনে বৃহস্পতিবার (৬জুন) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে এক র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
তিনি বলেন,সংবাদপত্রের জগতে দৈনিক যায়যায়দিন একটি স্বানমধন্য পত্রিকা। এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা পর্যায়ে হওয়াতে আমরা অভিভূত। সাংবাদিকরা যেমন সমাজের দর্পণ তেমনি সংবাদপত্রও সমাজ বিপ্লবে এক বড় সহায়ক।
তিনি আরও বলেন,বর্তমান সময়ে সংবাদপত্রের যে বিকাশ তাতে দেশের উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা অনেক বড়। দৈনিক যায়যায়দিন দেশের এ উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি।
উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোছাঃ ফেরদৌসী ইয়াসমীন চৌধুরী,ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন,মোঃ মামনুর রশিদ,মোঃ সম্রাট হোসেন,আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জহুরুল ইসলাম,মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা,মোঃ খবিরুল ইসলাম,
আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু,দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, নয়াদিন্তের প্রভাষক রুহুল আমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন অফিসার মোঃ নাসির উদ্দীন প্রমুখ।
What's Your Reaction?