আত্রাইয়ে রংতুলিতে শহীদ ফাহমিন গোলচত্বর

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Aug 13, 2024 - 23:24
 0  4
আত্রাইয়ে রংতুলিতে শহীদ ফাহমিন গোলচত্বর

নওগাঁর আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ফাহমিন চত্বর তৈরি করেছেন ছাত্ররা। আত্রাই নদীর উপর নব-নির্মিত বৃহত্তর আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রংতুলি দিয়ে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্যদিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ছাত্ররা।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের শেখ মো. আবু জাফর বাদশার ছেলে টঙ্গি সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শহীদ শেখ ফাহমিন জাফর কোটা সংস্কার আন্দোলনে একজন প্রথম সারির শিক্ষার্থী ছিলেন। তিনি নিহত হবার পরদিন ১৯ জুলাই তার নিজ গ্রাম উপজেলার তারাটিয়া গ্রামে তাটে সমাহিত করা হয়। এদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় অর্জনের পর আত্রাইয়ে শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান রাখতে বিভিন্ন স্থানে স্থানে তার নামে ফলক তৈরির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার আত্রাইয়ের শিক্ষার্থীরা রংতুলি দিয়ে আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেন।
ছাত্র অনিক, মেহেদী, আশিক ফায়সাল জানান রাস্তার যানজট নিরসনে এবং “শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান রাখতে এখানে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থায়ী গোল চত্বর নির্মাণ অতীব জরুরী বলে মনে করেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow