আত্রাইয়ে সাহাগোলা স্টেশনে ঈদের চতুর্থ দিনেও পর্যটকদের ঢল

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঈদের চতুর্থ দিনেও উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবার, বন্ধু-বান্ধব ও শিশু-কিশোরদের পদচারণায় স্টেশন এলাকা ও আশপাশের পরিবেশ যেন এক বর্ণিল মেলায় রূপ নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দূর-দূরান্ত থেকে আগত পর্যটকরা ভিড় করছেন এই স্টেশন চত্বরে। ট্রেনের চলাচল, স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় স্বাদের খাবারের স্টলগুলো দর্শনার্থীদের মূল আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ঈদের আনন্দ উপভোগের প্রবল আগ্রহ দেখা যাচ্ছে।
পর্যটকদের সুবিধার্থে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় স্টেশন এলাকায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে।
এদিকে, ঈদের এই বাড়তি ভিড়কে কেন্দ্র করে স্থানীয় দোকানদার ও ফেরিওয়ালারাও বেশ বাণিজ্যিক সুবিধা নিচ্ছেন। মটকা চা, স্থানীয় মিষ্টান্ন ও হস্তশিল্পের পণ্যের বিক্রিও বেড়েছে কয়েকগুণ।
প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় সাহাগোলা রেলওয়ে স্টেশনকে ঘিরে একটি উৎসবমুখর পর্যটন কেন্দ্রের চিত্র ফুটে উঠেছে। স্থানীয়রা মনে করছেন, এই ধরণের উৎসব ও ভ্রমণচর্চা এলাকাটির পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।
What's Your Reaction?






