আত্রাইয়ে হত্যা মামলার পলাতক পাঁচ আসামী গ্রেফতার

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
Feb 5, 2024 - 21:43
 0  126
 আত্রাইয়ে হত্যা মামলার পলাতক পাঁচ আসামী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ের হত্যা মামলার পলাতক পাঁচ আসামীকে আত্রাই থানা পুলিশ গ্রেফতার করেছে। আত্রাই থানার ওসি মোঃ জহুরুল ইসলাম ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাম মোহাম্মদ জানান,নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে রবিবার দিবাগত রাতে রাজশাহীর বোয়ালিয়া থানার অন্তর্গত বালিয়াপুকুর এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করা হয়।গতকাল সোমবার আসামীদেরকে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন আত্রাই উপজেলার বড় শিমলা গ্রামের মৃত ইনছের আলীর পুত্র মোঃ সুইট(৩৫) ও মোঃ শহিদ আলী(৩৮), মোঃ ভুট্ট’র পুত্র মোঃ দুলু(৩৫), মোঃ সুইট আলীর পুত্র মোঃ সোহাগ আলী(২০) এবং মোঃ শহিদ আলীর স্ত্রী মোছাঃ মাসুদা বিবি(৩৮)। 

মামলা সূত্রে জানা যায়,আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামে নিকটতম প্রতিবেশীর সাথে পারিবারিক কলহের জের ধরে আসামীরা মমেনা বিবি(৫৬)কে প্রহার করে হত্যা করে।

 মমেনা বিবির ছেলে মোঃ খলিল উদ্দিন প্রাং গত বছরের ২৯ অক্টোবর মোট আট জনকে আসামী করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার সুত্রধরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow