আত্রাইয়ে ১ হাজার ৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় খরিপ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি ২০ জন কৃষককে প্রতিজন ১ কেজি তিলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতীশ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তারসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন ও সাংগঠনিক কর্মকর্তা কামরুজ্জামান সাগর।
What's Your Reaction?






