আত্রাইয়ে ৭ দিনব্যাপী আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা পরিষদের আয়োজনে ৭ দিনব্যাপী আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংয়ের বিভিন্ন ক্ষেত্র ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। এতে বিশেষভাবে উপকৃত হয়েছেন আত্রাইয়ের তরুণরা, যারা ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। তিনি বলেন, "এই প্রশিক্ষণ কর্মশালাটি তরুণদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।"
তিনি আরও জানান, কর্মশালায় প্রথম স্থান অধিকারী শারমিন আক্তার (তমা)-কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণার্থী শারমিন আক্তার তমা বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার জন্য অনুপ্রেরণা পেয়েছি।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, বান্দাইখাড়া কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, প্রভাষক আবু রেজা ও সঞ্জয় কুমার প্রমুখ।
এই প্রশিক্ষণ কর্মশালাটি আত্রাইয়ের তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
What's Your Reaction?






