আদালতের  নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ  

আরিফা হক, গাজীপুর প্রতিনিধি
Dec 22, 2024 - 22:14
 0  2
আদালতের  নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ  

গাজীপুর মহানগর, পূবাইল থানাধীন হারবাইতে আদালতের  নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতা আলামিন গংদের বিরুদ্ধে জমি দখলের  অভিযোগ পাওয়া গেছে।

আমিনুল ইসলাম বুলবুল  পৈতৃক সূরে পূবাইল থানাধীন নন্দিবাড়ী মৌজা হালে ২৬৯ নং খতিয়ান, ৮৩০ নং দাগে মোট ২১২ এর কাতে ৭০ শতাংশ এবং ৮২৯ নং দাগে ২২৭ শতাংশ এর কাতে ৪০ শতাংশ, ৭৬২ নং দাগে ৪৩৬ শতাংশ এর কাতে ৫২ শতাংশ জমি রয়েছে। সন্ত্রাস বাহিনী নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে  রক্তাক্ত করে জোর পূর্বক উক্ত জমিটি দখল করে বলে পূবাইল থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি তদন্তে রয়েছে বলে জানান। 

এদিকে উক্ত জমি নিয়ে আমিনুল ইসলাম বুলবুল  ও তার ভাই আ.ন.ম মঈনুল ইসলাম  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীর্তে কোর্ট হতে অত্র জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য পিটিশন মোকাদ্দমা নং-৭০০/২০২৪ ইং এবং ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারা মোতাবেক উক্ত জমির উপর নোটিশ জারি করা হয়। ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারা নোটিশ জারি করার পরও আলামিন গংরা একাধিকবার নালিশী জমিতে দলবদ্ধভাবে প্রবেশ করে গাছ পাল কাটা সহ শোডাউন করে যায় বলে এলাকাবাসী থেকে জানা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow