আনন্দ-উচ্ছ্বাসে আলফাডাঙ্গায় আবাস সংগঠনের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

আনন্দ-উচ্ছ্বাসে ফরিদপুরের আলফাডাঙ্গায় আবাস সংগঠনের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে 'আমরা বানার সন্তান' (আবাস) নামক সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বানা এলাকার কৃতি সন্তান ও সুধীজনদের একত্রিত করার উদ্দেশ্যে এই আয়োজনে একে অপরের সঙ্গে আলিঙ্গন, অতীত স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময়সহ আনন্দ-আড্ডা, খাওয়া-দাওয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'নান্দনিক বানা' গঠনের প্রত্যয়ে উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসুদ।
নজরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন—বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হাদী শাহীদুল ইসলাম, বোয়ালমারী আল হাসান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এম এ গোলাম কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, প্রকৌশলী মিলন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলফিকার আলী, মো. সেলিমুজ্জামান মিন্টু, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শেখ মো. হাসান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাজী মোশাররফ হোসেন, মো. আবুল কালাম, এসআই ইমরান আলী, মো. লিয়াকত বিশ্বাস, নাজমূল খান, আতিকুল ইসলাম, শিমূল, আলমগীর হোসেন, খোকন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি এলাকা একটি নান্দনিক রূপ নেবে। তারা আরও বলেন, এ অঞ্চলকে আধুনিক এলাকায় পরিণত করতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসুদ সমাপনী বক্তব্যে বলেন, ‘সামাজিক সচেতনতা ও শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করা একান্ত প্রয়োজন, যা ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে নিরসন করা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘কোনো এলাকার উন্নয়নে ওই এলাকার গুণী মানুষদের গুরুত্বপূর্ণ অবদান থাকে। দেশে ও প্রবাসে থাকা বানার কৃতি সন্তানরা প্রশাসনসহ বিভিন্ন বিভাগে কাজ করছেন। আবাস সংগঠনের মাধ্যমে নান্দনিক বানা গঠনে আন্তরিকতা, ভালো মানসিক চিন্তাধারা ও সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।’
What's Your Reaction?






