আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্টের  জেলা সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Feb 19, 2025 - 21:03
 0  2
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্টের  জেলা সমাবেশ অনুষ্ঠিত 
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফরিদপুর জেলা কমান্ড্যাটের এর উদ্যোগে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ‌বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফরিদপুর জেলা কমান্ড্যান্টের  কার্যালয়ে উক্ত  সম্মেলন কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত হয়। 
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট অরুপ রতন পালের সভাপতিত্বে 
এ সময় প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম, বিশেষ অতিথি ছিলেন  ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, আনসার ও ভিডিপি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক পঙ্কজ কান্তি দাস, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ফরিদপুরের ব্যবস্থাপক লুৎফর রহমান চৌধুরী সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  অন্যান্য সদস্য বিন্দু।
 জেলা সমাবেশে বক্তারা বলেন " আনসার বাংলাদেশের শান্তি রক্ষায়  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে গ্রামে গঞ্জে  ও নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়া  গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে আনসার বাহিনীর সদস্যরা সুনামের সাথে কাজ করছে।
পাশাপাশি  বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। বক্তারা বলেন ‌
আনসার একটি সুশৃংখল বাহিনী।
 সীমান্ত রক্ষায়  বিজেবিকে এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষায় পুলিশকে আনসার বাহিনী সদস্যরা সহযোগিতা করে আসছে। 
এছাড়া নির্বাচনকালীন সময়ে  আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে।
 বক্তারা বলেন  আর্থসামাজিক উন্নয়নে প্রত্যেক আনসার সদস্যদের উদ্যোক্তা হওয়া উচিত। আনসারের নবীন সদস্যদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারে বেশি মনোযোগ দিতে হবে, তবেই তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে। বক্তারা বলেন   আনসারদেরকে সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে  জেলা সমাবেশ ২০২৫ শেষে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ আনসার সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow