আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার): "আমাদের নদীগুলো, আমাদের ভবিষ্যৎ" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষায় সামাজিক আন্দোলন 'তরী বাংলাদেশ' ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে 'নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা নাগরিক ফোরামের সভাপতি ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত এবং বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা। সভায় সভাপতিত্ব করেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ।
সভায় বক্তারা নদী সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নদীরক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সভার সঞ্চালনা করেন সোহেল রানা ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। নদী রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করেন তরী বাংলাদেশের সদস্য মাহবুব খান, সফিউল আলম সুমন, মোহাম্মদ জাবেদ হোসাইন, মো. সাবের হোসাইন ও শাহ আলম পালওয়ান।
আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ এবং তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য নাফিজ আহমেদ সেলিম, হৃদয় কামাল, মোস্তফা দেলোয়ার, সদস্য সাদেকুল ইসলাম ভূঁইয়া, আলমগীর হোসেন, শাকিল আহমেদ, শাহগীর মৃধা, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল হেকিম, জুবাইদুর রহমান মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নদীগুলো রক্ষা করা সম্ভব।
What's Your Reaction?






