আবু সাঈদ হত্যা: অভিযুক্ত যুবলীগ নেতা শামীম হাসান ছোটন গ্রেফতার

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 9, 2025 - 14:07
 0  4
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত যুবলীগ নেতা শামীম হাসান ছোটন গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড ও একই দিন ক্যাম্পাসে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় যুবলীগ নেতা শামীম হাসান ছোটনকে গ্রেফতার করেছে তাজহাট মেট্রো থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তাজহাট মেট্রো থানার ওসি জানান, ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। শনিবার রাতে শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই এই মামলায় ছোটনের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে আসছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার সময় ছোটনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে একাধিক ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়। সেই হামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

শিক্ষার্থীরা এই গ্রেফতারকে ন্যায়বিচারের পথে ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে দেখছেন। তারা অভিযুক্ত অন্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow