আবু সাঈদ হত্যার তদন্তে রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল

মাসফিকুল হাসান বেরোবি (রংপুর)প্রতিনিধি:
Jan 20, 2025 - 18:33
 0  5
আবু সাঈদ হত্যার তদন্তে রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল রংপুরে উপস্থিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট, যা বর্তমানে আবু সাঈদ গেট নামে পরিচিত, প্রতিনিধি দলটি পরিদর্শন করে। তারা ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিস্তারিত বিবরণ শোনেন। পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মইনুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক অভিযোগ এসেছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়ে এক সপ্তাহ আগে একটি অভিযোগ জমা পড়েছে। তাই আমরা ঘটনাটি তদন্তের জন্য এখানে এসেছি। যারা সরাসরি ঘটনাস্থলে ছিলেন, তাদের কথা শুনছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। এই ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow