আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক--এমপি চুমকী
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানের পর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। তিনি বলেন- পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের বনিবনা না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন এবং গড়ে তোলেন দুর্বার আন্দোলন। সে সময়ে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেহের আফরোজ চুমকি আরো বলেন- আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগের গর্বিত সৈনিক। যতদিন বাঁচবো আওয়ামীলীগে থাকবো, শেখ হাসিনার সাথে থাকবো এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে কাজ করে যাবো।
কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধূরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর রশিদ টিপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান প্রমুখ।
What's Your Reaction?