আমাদের কথা গনমাধ্যমে তুলে ধরুন, সাংবাদিকদের উদ্দেশ্যে শিশু বক্তারা

আশিকুর রহমান,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
Oct 6, 2024 - 21:12
 0  8
আমাদের কথা গনমাধ্যমে তুলে ধরুন, সাংবাদিকদের উদ্দেশ্যে শিশু বক্তারা

বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যাশিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদযাপন চলমান। তারই ধারাবাহিকতায় রবিবার (৬ অক্টোবর) মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। আরো উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার জামায়াতের আমীর জয়নাল আবেদীন মাষ্টার,ও চেয়ারম্যান ৬নং কাফ্রিখাল ইউনিয়ন,ও সভাপতি, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান সমিতি।আরও উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল সহ অন্যন্য সাংবাদিক গান,অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন,মিঠাপুকুর উপজেলা শিশু একাডেমি কর্মকর্তা এম,এ ওয়াহেদ (সুমন) আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ইসলামিক রিলিফ বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের দাবিগুলো উপস্থাপন করেন ।

শিশুরা তাদের বক্তব্যে নানা অভিযোগ তুলে ধরে বলেন, আমাদের শিশুদের জন্য মিঠাপুকুর উপজেলায় তেমন কোন সুযোগ সুবিধা প্রদান করা হয়না। আমরা আমাদের অধিকার চাই। আমাদের খেলার মাঠ, লাইব্রেরী, হাসপাতালে শিশুদের জন্য আলাদা করে চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তা খাদ্য, পানি, আইনের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্ত থেকে সমাজকে রক্ষা করা সহ আরো বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন। 

সাংবাদিক সমাজের উদ্দেশ্যে শিশুরা অভিযোগ করে বলেন, আমাদের কথাগুলো কোথায় প্রকাশ করা হয়না। আমরা চাই আমাদের দাবিগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে। আপনার আমাদের দাবিগুলো দেশের মানুষের কাছে প্রকাশ করুন। আমাদের অধিকার আদায়ে সহযোগিতা করুন।

তাদের এসকল দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ । 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন বলেন, শিশুদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার খুব জোরালোভাবেই কাজ করে যাচ্ছে। আমরা অতি শীঘ্রই মিঠাপুকুরে বিভিন্ন স্কুলের খেলার মাঠ সংস্কার, লাইব্রেরী স্থাপন সহ আরো আপনাদের যে সকল দাবি আছে সবগুলো পূরণ করব,পরিশেষে মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি সমাপনী বক্তব্য এ উপস্থিত সকল কে ধন্যবাদ  জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow