আমার ছেলে অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল, এখন সে লাশ হয়ে ফিরল

"আমার ছেলে অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিল, এখন সে লাশ হয়ে ফিরল!"—কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন কার্তিক কুমার বিশ্বাসের শোকাহত মা মঞ্জু রাণী।
প্রবাসী শ্রমিক কার্তিক কুমার বিশ্বাস (৪৩) এক সময় পরিবারের স্বপ্নের আলো ছিলেন, কিন্তু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে সেই স্বপ্নের প্রদীপ নিভে গেল।
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বনগ্রামের দিনেশ বিশ্বাসের একমাত্র পুত্র কার্তিক। জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন, পরিবারকে স্বচ্ছলতা উপহার দেওয়ার প্রত্যাশায়। কিন্তু গত শনিবার এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। মালয়েশিয়ার পুলিশ উদ্ধার করে তাকে চুং আয় বাতান পাতাই হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কার্তিকের মৃত্যুতে তার পরিবার যেন দিশেহারা। স্ত্রী রুপালি বিশ্বাস, চার বছরের শিশু পুত্র কৌশিক বিশ্বাস ও বৃদ্ধা মা মঞ্জু রাণী এখন অসহায়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
গত ১৪ মার্চ তার মরদেহ দেশে এসে পৌঁছায়, এবং পরদিন ১৫ মার্চ সকালে বনগ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী, সবাই তার শবযাত্রায় অংশ নেন।
এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, সমাজের বিত্তবান ও প্রবাসী কল্যাণ সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন।
What's Your Reaction?






