‘আমার টাকায় গাজায় যেন বোমা না ফেলে’, ইসরাইলি পণ্য বর্জনের দাবি

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 11, 2025 - 10:19
 0  6
‘আমার টাকায় গাজায় যেন বোমা না ফেলে’, ইসরাইলি পণ্য বর্জনের দাবি

গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আশুলিয়া ফার্মাসিস্ট অ্যান্ড কেমিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মো. শরীফুল ইসলাম পাঠানের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন সাধারণ সম্পাদক সার্জেন্ট অব. তৌহিদুল ইসলাম, সদস্য সচিব এম এ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ইসরাইলি পণ্য বর্জন করা উচিত। এসব পণ্যের মাধ্যমে অর্জিত অর্থ ইসরাইল সামরিক বাহিনীর ব্যয় বহনে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সভাপতি শরীফুল ইসলাম পাঠান বলেন, “তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ—ইসরাইলি পণ্য মানেই গাজায় রক্ত। আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ।”

তিনি আরও বলেন, “কিছু আন্তর্জাতিক কোমল পানীয় কোম্পানি যেমন কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ ইসরাইলেও ব্যবসা করে। তাদের লাভের অংশ ইসরাইলি আগ্রাসনে ব্যয় হয়। দেশীয় কোম্পানিগুলোর উচিত দোকানদারদের প্রণোদনা দিয়ে এসব পণ্যের বিকল্প তৈরি ও জনপ্রিয় করা।”

বক্তারা জানান, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow