'আমার দেশ' সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
Apr 27, 2025 - 18:28
 0  14
'আমার দেশ' সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

'আমার দেশ' সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজদিখান প্রেসক্লাব প্রাঙ্গণে 'আমার দেশ' পাঠকমেলার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশের প্রতিনিধি সৈয়দ মাহমুদুর রহমান মুকুট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, "ড. মাহমুদুর রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, ভারতীয় আগ্রাসন ও স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সাংবাদিক ও সম্পাদক। মিথ্যা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঢাকা-মাওয়া সড়ক অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি দেওয়া হবে।" তিনি আরও দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণারও দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক (যমুনা টিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি), মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আমজাদ হোসেন, সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, বিএনপি নেতা হাজী নুরুজ্জামাল সিকদার, ছাত্রদল নেতা আলমগীর আলম ও মো. জসিম মোল্লাসহ অনেকে।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, দপ্তর সম্পাদক রিমন হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী, কোলা ইউনিয়নের আবু তাহেরসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। অংশ নেন সাংবাদিক জাবেদুর রহমান যুবায়ের, দেবব্রত দাস দেবু, আবু নাছের খান লিমন, মোস্তফা সিরাজসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা ড. মাহমুদুর রহমানকে "মজলুম সম্পাদক" আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং একাত্তর টিভির মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow