"আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই"—বিচারের দাবিতে গর্জে উঠল জনসমাবেশ

মো. নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুর
Mar 11, 2025 - 15:50
 0  8
"আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই"—বিচারের দাবিতে গর্জে উঠল জনসমাবেশ

পিরোজপুরের জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

কলেজ শাখার আহ্বায়ক বরকত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ। কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মারুফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলমগীর কবির মান্নু।

সমাবেশে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তান হাফিজ, কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, তাসনিম আন-নুর অয়ন, সাইমুন আহমেদ, রিয়াজুল ইসলাম, সবিন শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের মতো ঘটনা ছাড়াও সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন, যৌন নিপীড়ন ও অনলাইনে হেনস্তার ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে হত্যার মতো ঘটনাগুলো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তারা দাবি করেন, আছিয়াকে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়াও নারীদের প্রতি সহিংসতা, অনলাইনে হেনস্তা ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

সমাবেশে অংশগ্রহণকারীরা "আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই", "সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে", "জাস্টিস জাস্টিস, ওই ওয়ান জাস্টিস" ইত্যাদি স্লোগান দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow