আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভারতে গ্রেপ্তার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 28, 2025 - 19:05
 0  38
আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভারতে গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনিরুল হক ভারতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া, তার বড় পুত্র কাজী সাগর ও সহযোগী জাফর মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে, গত বছরের ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে তিনি আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বানা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে গত ২৬ মার্চ রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীয়া জেলার গাংনাপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে ২৭ মার্চ তাদের রানাঘাট আদালতে পাঠানো হয়।

এদিকে, ২০ মার্চ রাতে ঢাকার আজিমপুরের একটি বাসা থেকে কাজী মনিরুল হকের বড় পুত্র কাজী সাগরের স্ত্রী তাহিয়া তাসনিম (১৯) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে, কাজী সাগরই তাকে হত্যা করেছেন। এই ঘটনার পরপরই কাজী মনিরুল হক ও তার ছেলে ভারতে পাড়ি জমান।

এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ভারতীয় পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow