আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। একইসাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর। সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কবীর হোসেন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল।
সভায় বক্তারা বলেন, ২৬ মার্চ আমাদের কাছে শুধু একটি তারিখ নয়; এটি আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো সহজে অর্জিত সম্পদ নয়। এটি আসে ত্যাগের মাধ্যমে, আসে অগণিত মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে। আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র একটি পতাকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের গর্ব, অধিকার ও দায়িত্বের প্রতীক। এই দিনটি আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য কাজী জসিমউদ্দীন কাকুল, জাহিদুল হক মোল্যা, মো. ইমরান মোল্যা ও শাওন সর্দার প্রমুখ।
সবশেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






