আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর। সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কবীর হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, দপ্তর সম্পাদক মামুন শেখ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের তুহিন, সাহিত্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, অন্যতম সদস্য ওবায়দুর রহমান, জাহিদুল হক মোল্যা, মো. ইমরান মোল্যা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সত্য ও ন্যায়ের পথে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে। তারা আরও বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে মানবিকতা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই হোক এই পুনর্মিলনীর মূল লক্ষ্য।
What's Your Reaction?






